
বাবলু প্রামানিক বারুইপুর : তীব্র দহনজ্বালা উপেক্ষা করেই সপ্তাহের প্রথম দিনে ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ. বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত নবগ্রাম গ্রাম পঞ্চায়েত অঞ্চলের হিমচি এলাকায় প্রচার করেন সায়নী ঘোষ. সঙ্গে ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল হাসান, বারুইপুর পূর্বের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব. এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পাড়ায় পাড়ায় চলে নির্বাচনী প্রচার. কখনো হুট খোলা জিপে , কখনো আবার টোটো গাড়িতে কখনো পায়ে হেঁটে জনসংযোগ সারেন তারকা প্রার্থী। প্রচারে মহিলা ও বাচ্চাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত. কোথাও মায়েরা বাড়িয়ে দিলেন জল, তা খেয়ে তৃষ্ণা মেটালেন প্রার্থী. কেউবা হাত বাড়িয়ে দিলেন পেপসি। পেপসি খেতে খেতে স্কুল জীবনের স্মৃতিচারণ করলেন সায়নী। পাশাপাশি, তীব্র কটাক্ষ করলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে