
ওঙ্কার ডেস্ক: বাংলার স্কুলশিক্ষা পরিকাঠামো সংস্কার করার প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী রাজ্য সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিবৃতি দিয়ে জানিয়েছেন, রাজ্যের স্কুলগুলোতে ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকার অনুপাত সম্পর্কে রিপোর্ট পেশ করতে হবে। এই রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজ্যের শিক্ষা দফতর।
সর্বশেষ ইউডিআইএসই প্লাস রিপোর্ট অনুসারে, ২০২৩-২০২৪ সালে রাজ্যের ৯৩ হাজার ৯৪৫টি স্কুলের ভিতর ৩ হাজার ২৫৪টি স্কুলে কোনও পড়ুয়া নেই। এছাড়া পশ্চিমবঙ্গের ৬ হাজার ৩৬৬টি স্কুলে মোটে একজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন।
গত সোমবার চেতলা বয়েজ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, রাজ্যের বহু স্কুলে কোনও শিক্ষক-শিক্ষিকা নেই। ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকার অনুপাতের রিপোর্ট হাতে পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওই অনুষ্ঠানে আরও কিছু কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, স্কুলগুলিতে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকার অনুপাত সম্পর্কে রিপোর্ট হাতে পাওয়ার পর রাজ্যের বেশ কিছু স্কুলকে সংযুক্তিকরণ করা হবে। এপ্রসঙ্গে ব্রাত্য বসু জানিয়েছেন, তবে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার দুটি স্কুলের সংযুক্তিকরণ করা হবে। একইভাবে ভবিষ্যতে আরও কিছু স্কুল সংযুক্তিকরণ করা হবে গোটা রাজ্যজুড়েই।
সূত্রের খবর, রাজ্যে এমন বেশ কিছু স্কুল রয়েছে যেখানে পড়ুয়ার চেয়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বেশি। এছাড়া বিকাশ ভবন সূত্রের খবর, ছাত্রছাত্রীর সংখ্যার চেয়ে রাজ্যের নানা স্কুলে প্রায় ১,২০০ শিক্ষক বেশি রয়েছেন। প্রসঙ্গত, ৪০জন পড়ুয়াপিছু যদি একজন শিক্ষক থাকেন, সেক্ষেত্রে তা আদর্শ ছাত্র-শিক্ষক অনুপাত হিসেবে গ্রাহ্য হয়।