
নিজস্ব সংবাদদাতা : মুম্বাই ও চেন্নাইয়ের পর এবার শিয়ালদা তে চলবে এ সি ট্রেন । রেল সুত্রে জানা যাচ্ছে মার্চ মাসেই দুটি রেক এসে পৌঁছতে পারে। তারপর প্রয়োজনীয় ট্রায়াল ও সার্ভের পর ট্রেন দুটি চলবে বলে জানা গেছে ।
নতুন দুটো ট্রেনে সর্বোচ্চ গতিবেগ হতে পারবে ১১০ কিলোমিটার। বগি গুলি স্টেনলেস স্টিলের দ্বারা নির্মিত হবে। প্রত্যেকটি কামরা অপর কামরাটির সঙ্গে যুক্ত থাকবে। মেট্রোর মতই ট্রেনগুলোর দরজা অটোমেটিক্যালি খুলবে এবং বন্ধ হবে। অনুমান করা হচ্ছে এক একটি ট্রেনে ১১০০ জন যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবে। যাত্রীদের নিরাপত্তার জন্য সি সি টিভি ক্যামেরার লাগানো থাকবে। ট্রেনটি কোথায় যাবে এবং পরবর্তী স্টেশন কোনটি সেইসব যাত্রীদের জানানোর জন্য এলইডি স্ক্রিন থাকবে।
এর আগেও শিয়ালদা ডিভিশনে এসি রেক চালানো নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। সেই সময় মহিলা স্পেশাল এর কয়েকটি কামরা প্রথম শ্রেণীর করা হয়েছিল এবং লোকাল ট্রেনের থেকে কয়েকগুণ বেশি ভাড়া রাখা হয়েছিল সেই ট্রেনগুলোর। ভাড়া বেশি থাকার কারনে পরিষেবা খুব একটা ভালোভাবে নেয়নি যাত্রীরা। সেই কারণেই রেল ডিভিশনের কর্তারা এসি ট্রেন নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি। কিন্তু অবশেষে পূর্ব রেল ওয়ে-শিয়ালদা ডিভিশনে প্রথম এসির রেক শুরু হতে চলেছে।