
ওঙ্কার ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের আবহে নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ভারতের বিদেশমন্ত্রীর নিরাপত্তার জন্য নিরাপত্তা বলয়ে দুটি বুলেট প্রুফ গাড়ি যুক্ত করা হয়েছে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমনিতেই জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। যা ভারতের তৃতীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিদেশমন্ত্রীর জন্য সর্বদা মোতায়েন রয়েছে ৩৩ জন সিআরপিএফ কমান্ডোর একটি দল। শুধু তাই নয় বিদেশমন্ত্রীর সুরক্ষার জন্য থাকেন ২২ জন নিরাপত্তারক্ষী। যার মধ্যে আবার ৪ থেকে ৫ জন এনএসজি কমান্ডো। নিরাপত্তায় থাকে স্থানীয় পুলিশও। এর আগে ২০২৩ সালে জয়শঙ্করের উপর আক্রমণ হতে পারে, সেই সন্দেহে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল। ওয়াই ক্যাটেগরি নিরাপত্তাবলয় বাড়িয়ে করা হয় জেড ক্যাটেগরি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি জয়শঙ্করের সশস্ত্র নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে তার ভিত্তিতেই জেড ক্যাটাগরির কনভয়ে আরও ২ দুটি বুলেটপ্রুফ গাড়ি সামিল করার সুপারিশ করেছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বিভিন্ন ভিআইপি ও ভিভিআইপিদের কড়া নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করে থাকে। এই তালিকায় মন্ত্রী থেকে শুরু করে সেলেবরাও রয়েছেন। বিধায়ক, সাংসদ, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা নির্দিষ্ট বলয়ের নিরাপত্তা পেয়ে থাকেন।