
অরিন্দম হরি,বসিরহাট:
শেখ শাহজাহানের ভাইকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত।রবিবার শেখ শাজাহানের ভাই শেখ আলমগির এবং মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ৫ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
বাইট
শনিবার শেখ শাজাহানের ভাই আলমগীর সহ ৩ জনকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে সিবিআই আধিকারিকরা। ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর নিখোঁজ শেখ শাজাহানের সঙ্গে তার ভাই শেখ আলমগীর নিয়মিত যোগাযোগ রাখতেন বলে দাবি ইডির। এছাড়াও ইডি আধিকারিকদের ওপর পরিকল্পিত হামলা চালানোর করারও অভিযোগ আনা হয় ধৃতদের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির পিপি অ্যাক্ট সহ ১৭ টি ধারায় মামলা রুজু করেছে সিবিআই।