
অরিন্দম হরি, বসিরহাট : বসিরহাট সন্দেশখালি এলাকা জুড়ে একসময় বেতাজ বাদশা হয়ে নিজের সম্রাজ্য তৈরি করা শেখ শাহজাহান এই মুহূর্তে পুলিশের হেফাজতে। চলছে আইনি প্রক্রিয়া। শুক্রবার সন্দেশখালি কান্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান, ভাই শেখ আলমগীর ও দিদার বাক্স মোল্লা এই তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়। প্রসঙ্গত উল্লেখ্য একাধিক মানুষের জমি কেড়ে নেয়া অন্যায় ভাবে জমি দখলের অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। উদ্ধার হয় একাধিক বিদেশ থেকে আনানো আগ্নেয়াস্ত্র। এছাড়াও হদিশ মেলে শেখ শাহজাহানের কয়েকশো কোটির সম্পত্তির। এরপর থেকেই বেপাত্তা ছিল শেখ শাহজাহান তবে বেশ কিছুদিন লুকোচুরি খেলার শেষে অবশ্য শেখ শাহজাহান নিজেই আত্ম সমর্পণ করে।গ্রেফতার করা হয় শেখ শহজাহানকে, শুরু হয় তদন্ত প্রক্রিয়া। গত ১৭ মে ইডির তরফে জানানো হয়, শাহজাহানের ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা আটক করা হয়েছে। তার পাশাপাশি, ৫৫টি স্থাবর সম্পত্তি, যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা, তা-ও আটক করা হয়েছে। তাকে আদালতে উপস্থিত করা হলে আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। ১৪ দিনের সেই জেল হেফাজত শেষে শুক্রবার আবারও বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তাদের।