
জয়ন্ত সাহা,আসানসোল: রবিবার আসানসোলের বাবুয়া তলাও এলাকায় এক নির্বাচনী সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেসে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী শত্রুগ্ন সিনহা ,আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।এই সভায় মন্ত্রী মলয় ঘটক বিজেপিকে কটাক্ষ করে বলেন গতকাল শুনেছিলাম পবন সিং কে প্রার্থী করেছে বিজেপি। আজকে শুনলাম ময়দান ছেড়ে পালিয়ে গেছে। রাতারাতি হয়তো শুনেছে গতবারে এখানে মার্জিন ছিল 3 লাখ এবারে সেটা ৪/৫ লাখ হয়ে যাবে। তা শুনে ময়দান ছেড়ে পালিয়েছেন। অপরদিকে শত্রুগ্ন সিনহা বলেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এ নিয়ে আমি কোন মন্তব্য করব না তবে আশা করছি এবারে চার থেকে পাঁচ লাখের ও বেশি ভোটে জিতবো।
উল্লেখ্য শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলেও কটাক্ষ করেছিলেন বিরোধীদের একাংশ ,এই বিষয়ে তিনি বলেন আমি বিহারী বাবু ছিলাম কিন্তু আসানসোলে এসে বাঙালি বাবু হয়ে গেছি।