
জয়ন্ত সাহা, আসানসোল : আরামবাগ, কৃষ্ণনগরের পর বুধবার বারাসতের জনসভাতেও সন্দেশখালি প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, তৃণমূল নেতাদের হাতে অত্যাচারিত হচ্ছেন বাংলার মহিলারা। সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি নিশানা করেন মোদি। এবার তার পাল্টা দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নাম না করে তিনি বলেন, ‘মহিলা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন আপনার লজ্জা করে না! আপনি মণিপুর-হাতরাস যাচ্ছেন না, আপনার লজ্জা করে না ? প্রধানমন্ত্রীকে ক্ষুরধার আক্রমণ করে তিনি আরও বলেন, ‘আপনি এখানে এসে মমতাদির ব্যাপারে বলছেন! বাংলার মানুষ এর জবাব দেবেন, আসানসোলের মানুষ এর জবাব দেবেন’ ।