
ওঙ্কার ডেস্ক:গ্রেফতার সন্দেশখালির তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা। শেখ শাহজাহান-ঘনিষ্ঠ নেতা শিবু পলাতক ছিলেন। শনিবার ন্যাজাট থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এদিনই শিবপ্রসাদ ও আরেক তৃণমূল নেতা উত্তম সর্দারের নামে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। সন্দেশখালি একাধিক মহিলা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। উল্লেখ্য দিন কয়েক আগেই উত্তম সর্দারকে বহিষ্কার করে রাজের শাসক দল তৃণমূল তৃণমূল কংগ্রেস।