
সায়ন মাইতি,পশ্চিম মেদিনীপুর:
ঝাড়গ্রামের শিলদায় ইএফআর শিবিরে মাওবাদী হামলা হয়েছিল ১৪ বছর আগে। মঙ্গলবার সেই মামলায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছিল মেদিনীপুরের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালত। বুধবার, সেই আদালতের বিচারক সেলিম শাহী ১৩ জনের সাজা ঘোষণা করলেন। ১৩ জনেরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার বাকিদের সাজা শোনাবে আদালত।