
অরূপ পোদ্দার,শিলিগুড়ি:
১৯ শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোট যুদ্ধে নাম রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। আর তাই প্রচার ও চলছে জোর কদমে।মঙ্গলবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচার করলেন তারকা অভিনেতা ও সংসদ দেব। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ শিলিগুড়ি ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকা ঘাট মোড় থেকে শুরু করে ৩৫ নাম্বার ওয়ার্ডের অগ্রণী সংঘ ক্লাব পর্যন্ত একটি রোড শো করেন দেব। এদিনের এই রোড শোতে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিল তেমনি অভিনেতা দেব কে দেখতে প্রচুর মানুষ রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিল। দু’দ। এদিনের এই রোড শোতে অভিনেতা দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায় সহ তৃণমূলের প্রথম সারির নেতারা।