
অরূপ পোদ্দার, শিলিগুড়ি: নাবালিকা হত্যাকাণ্ডের পাঁচ ঘন্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ঘটনাটি ঘটে মাটিগাড়া থানা এলাকায়।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা গোটা বিষয়ের তদন্ত শুরু করে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই হত্যাকাণ্ডের সাথে জড়িত এমডি আব্বাস নামে ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মাটিগাড়া লেলিন স্মরনের বাসিন্দা এমডি আব্বাস নাবালিকাকে কথার জালে ফাঁসিয়ে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। এ বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ডিসিপি অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন নাবালিকা স্কুল থেকে বাড়ি ফেরার সময় যুবক তাকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের চেষ্টা করে। পরবর্তীতে নাবালিকা বুঝতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করলে নাবালিকাকে ইট দিয়ে মুখ থেতলে ফেলে আব্বাস। ঘটনায় মূল অভিযুক্ত এমডি আব্বাসকে শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা এবং আদালতের কাছে 10দিনের পুলিশ হেফাজত চাওয়া হবে বলেও জানা গিয়েছে।