
অরূপ পোদ্দার, শিলিগুড়ি:
‘ তৃণমূলেই ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। তবে দল চালাতে গেলো অভিষেক বন্দোপাধ্যায় কে দরকার” রবিবার জেল থেকে বেরিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন তৃনমূল নেতা দেবাশীষ প্রামাণিক।তৃনমূল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃনমূলের অন্দরে।চলতি বছরের ২১ জুন জমি সংক্রান্ত মামলায় এনজেপি থানার পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল নেতা দেবাশীষ প্রামাণিক। নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ। গ্রেফতারির পর দলের পদ খোয়াতে হয় তাকে। ত। শর্তসাপেক্ষে জামিন মেলায় জেলমুক্তির পরও বাড়ি ফিরতে পারেননি দীর্ঘ সময়। অবশেষে সব বাধা কাটিয়ে রবিবার দুপুরে বাড়ি ফেরেন তিনি। তাকে অভ্যর্থনা জানান, তার অনুগামীরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আক্ষেপের সুরে বলেন, তার সঙ্গে অন্যায় হয়েছে। তবে তিনি দলেই আছেন ।পাশাপাশি তিনি দাবি করেন , বর্তমান সময়ে যা পরিস্থিতি তাতে দল চালাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন।