
সঞ্জয় রায়চৌধুরী,কলকাতা:
কলকাতার একটি ব্যাবসায়ী সংস্থাকে নিম্নমানের দ্রব্য গছিয়ে পালানোর চেষ্টা করছিলো একটি জাহাজ।রবিবার রাতেই আদালত বসিয়ে ওই জাহাজটিকে আটক করার নির্দেশ দিলো আদালত। জানা গেছে বিশাল পরিমাণ নিম্ন মানের নিউজ প্রিন্ট ,পেপার পাল্পস গুছিয়ে দিয়ে রবিবার রাতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো একটি জাহাজ । যার বাজার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা। বিষয়টি বুঝতে পেরে রাতেই যুদ্ধকালীন তৎপরতায় কলকাতা হাইকোর্টে বসানো হয় আদালত।এবং ওই রাতেই হাইকোর্ট জাহাজটিকে অ্যারেস্ট করার নির্দেশ দেন
বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। এবং তিনি নির্দেশ দেন যদি ১২ আগস্ট এর মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে ৭ কোটি টাকা জমা রাখা হয়। তবেই জাহাজটি কে ছাড়া হবে।১২ আগস্ট মামলার পরবর্তী শুনানি। জাহাজটি সোমবার ভোরে হলদিযা থেকে চলে যেতো বলে জানা গেছে