
আশীষ মন্ডল: রামপুরহাট: সন্দেশখালির ঘটনা নিন্দাজনক, দল এটাকে কোন ভাবেই সমর্থন না। যারা এই ধরনের কাজ করেছে,সেটা তাদের নিজস্ব ব্যাপার ।শনিবার বীরভূমের রামপুরহাট এলাকায় একটি অনুষ্ঠানে এসে একথা স্পষ্ট জানালেন সাংসদ শতাব্দী রায়।পাশাপাশি তিনি বলেন এই ধরনের ঘটনা দলের ক্ষতি করছে,বিরোধী দলগুলি সমালোচনা করার সুযোগ পেয়ে যাচ্ছে।