
ওঙ্কার ডেস্ক,বারুইপুর:
বামেরা ক্যাডারদের চাকরি দিয়েছিলো চিরকুটে আর তৃনমূল চাকরি দিয়েছে টাকা নিয়ে ।বুধবার বারুই পুরের জনসভা থেকে বাম – তৃনমূল কে এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিনের জনসভায় প্রথম থেকেই শুভেন্দুর নিশানায় ছিলেন রাজ্যের বর্তমান ও অতীতের শাসক দল।বিরোধী নেতা দাবি করেন বামেদের আমলে শিল্পের সর্বনাশ হয়েছে কোটি কোটি যুবক বেকার হয়েছে।তৃনমূলের আমলে বেকার যুবকেরা অর্থ দিয়ে প্রতারিত হয়েছেন।পাশাপাশি এদিন সিপিএম , কংগ্রেসকে তৃনমূলের বি টিম বলেও কটাক্ষ করেন তিনি।এবং এই তিনটি দলের মধ্যে যোগসাযোগ রয়েছে বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।
এছাড়া ডি ওয়াই এফ আইয়ের ইনসাফ যাত্রাকে কটাক্ষ করে বলেন এদের বাংলায় কোন ভিত্তি নেই।এরা বাংলার মহিষী ফের সম্মান করেনা।কংগ্রেস,তৃনমূলের সঙ্গে একসঙ্গে বৈঠক করে।
উল্লেখ্য বুধবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ডাকে বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে একটি জনসভার আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অসংখ্য কর্মী সমর্থক ও স্থানীয় বিজেপি নেতৃত্ব।