
অনুসুয়া সিনহা,দুর্গাপুর:বামেদের ফের বিজেপিকে সমর্থন করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী।দুর্গাপুরের জনসভা থেকে তার দাবি রাজ্য থেকে তৃনমূল সরকারকে হটাতে পারে বিজেপি ,তাই বিজেপিকেই সমর্থন করা দরকার।বৃহস্পতিবার দুর্গাপুরে জনসভা করেন শুভেন্দু।এই জনসভায় তিনি দাবি করেন রাজ্যের একমাত্র বিরোধী শক্তি হল বিজেপি ।রাজ্য থেকে তৃনমূল কে সরাতে হলে বিজেপি কেই সমর্থন করতে হবে।এছাডাও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ইভিএম মেশিনে কারচুপি করতে পারে, মমতার এই দাবি কে উড়িয়ে দিয়ে শুভেন্দু বলেন ,হেরে যাওয়ার আশঙ্কা থেকেই এই কথা বলছেন তিনি ।এছাডাও তিনি দাবি করেন মমতা বন্দোপাধ্যায় রাজ্যে শিল্প আনতে চাননা ,বেকারদের চাকরি দেওয়ার ও তার কোন ইচ্ছা নেই।ভাতা দিয়েই বাংলার মানুষ কে খুশি রাখতে চান