
ওঙ্কার ডেস্ক:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়ী ও অফিসের পর মঙ্গলবার ভোর রাতে ,ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারির বাড়িতে পুলিশি অভিযান। এই ঘটনা নিয়ে তর্কাতর্কি তে জড়িয়ে পড়েন হিরণ ও পুলিশ আধিকারিকরা। হিরন্ময় চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে এক পুলিশ আধিকারিক এর সাথে হিরন্ময়ের চট্টোপাধ্যায়ের তীব্র বাক্যালাপের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।