
সায়ন মাইতি,পশ্চিম মেদিনীপুর:
কালীঘাটের কাকুর গলার ভয়েস নেওয়া হয়ে গেছে।সব খেলা শেষ,এবার সময়ের অপেক্ষা।পুরো পরিবার জেলে যাবে । পশিম মেদিনীপুরের গড়বেতা থেকে দুর্নীতি প্রসঙ্গে মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় কে এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পাশাপাশি একদা বামগড় গড়বেতায় দাড়িয়ে আক্রমণ করেন বামফ্রন্টকেও।