
প্রদীপ মাইতি ,পূর্ব মেদিনীপুর: রাজ্যপাল যা করেছেন আইন মেনেই করেছেন ,রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে সাফ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।সোমবার সকালে অধিকারী গড় কাঁথিতে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু।এই বৈঠকে রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্তকে সম্পূর্ন সমর্থন করেন তিনি এবং বলেন রাজ্যপাল আইন মেনেই উপাচার্যদের নিয়োগ করেছেন।তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে,সেটা মেনেই তিনি এই কাজ করেছেন।
পাশাপাশি মিতালি রায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রীর রাজবংশীদের সম্পর্কে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে তৃনমূল ছেড়েছেন মিতালি।এবং ধূপগুড়ি উপনির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারেন তবে বিজেপিই জিতবে।এদিনের সাংবাদিক বৈঠকে উদয়নিধি স্ট্যালিনের হিন্দু ধর্ম নিয়ে করা মন্তব্যেরও কড়া সমালোচনা করেন শুভেন্দু ।এবং স্ট্যালিনের মন্তব্যের প্রতিবাদ করা উচিত মমতা বন্দোপাধ্যায়কেও বলেও মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা।