
প্রদীপ মাইতি, নন্দীগ্রাম:টেট পরীক্ষার নামে বেকার যুবক দের টাকা ধ্বংস করা হয়েছে।রবিবার হওয়া টেট পরীক্ষা নিয়ে আবারও একবার রাজ্য সরকার কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে নন্দীগ্রামে এসে শুভেন্দু বলেন টেট পরীক্ষা নামে বেকার যুবক দের টাকা ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি শাসক দলকে কটাক্ষ করে বলেন এই টাকা দিয়ে চোরদের বাঁচানোর জন্য আদালতে খরচ করা হবে।