
প্রদীপ মাইতি, নন্দীগ্রাম:
গুণ্ডাদের পিটিয়ে সোজা করবো। এগারোটাকে ঘরছাড়া করেছি। শাহাবুদ্দিন ও হাবিবুর-সহ আর বাকি যে কটা আছে ঘরছাড়া তাঁদের ঘরছাড়া করবো। নন্দীগ্রাম থানা থেকে বাইরে বেরিয়ে রাজ্যের শাসক দলকে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।পাশপাশি তিনি আরো বলেন জানিয়েছেন, মনসুর মান্নান, সামসুর আলম আমাকে ওরা চেনে না। আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি। এর বদলা আমি নেবোই।বিজেপি কর্মী খুনের পর থেকেই বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত ছিলো নন্দিগ্রাম। এদিন শেষ দফার প্রচার কাঁথিতে রোড-শো করেন শুভেন্দু।তারপরেই সটান নন্দীগ্রামে চলে আসেন । প্রথমে আক্রান্ত বিজেপি কর্মী ও সমর্থকদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে যান তারপর নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকেও গলা উঁচিয়ে ধমক দেন শুভেন্দু।