
অরূপ পোদ্দার, সিকিম : টানা বৃষ্টিপাতের ফলে ধস নেমে তিনজনের মৃত্যু সিকিমে। জানা গেছে সিকিমের মঙ্গন জেলার লাচুয়ে পার্কে সং এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। এছাড়াও পাঁচজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে মঙ্গন প্রশাসন। ইতিমধ্যে এই প্রশাসনের পক্ষ থেকে ধস সরানোর কাজ শুরু হয়েছে। এছাড়াও প্রবল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমে বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই তিস্তা বাজার এলাকার মানুষকে উদ্ধার করে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কালিম্পং প্রশাসনের পক্ষ থেকে।