
অরূপ পোদ্দার, শিলিগুড়ি: স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। খড়িবাড়ির চক্করমারি শ্মশানঘাট এলাকার ঘটনা। নবম শ্রেণীর ছাত্রী তথা ওই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতা জগদীশ রায়ের বিরুদ্ধে। পাশাপাশি অভিযুক্ত জগদীশ রায় লোকশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন ওই এলাকায়।
উল্লেখ্য, চাকরি দেওয়ার নাম করে, নাবালিকার ঘরে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। বৃহস্পতিবার মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে নাবালিকার বাবা। জানা যায়, ৫-৬ মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকা। পরবর্তীতে সব ঘটনা জেনে, খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা।গোটা ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।তবে এই খবর অভিযুক্তের কানে যেতেই আত্মহত্যার পথ বেছে নেন ওই অভিযুক্ত তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা। শুক্রবার সকালে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।