
বাজারের থলি হাতে বাজারে গিয়ে শীতের সকালে ও হাত পুড়ছে মধ্যবিত্তের। আলু পিঁয়াজ, রসুন আদার দাম এমনিতেই আকাশ ছোঁযা। নাভিশ্বাস ওঠার জোগার আম জনতার। তার উপর গোদের উপর বিষ ফোড়া হয়ে উঠেছে শীতকালীন সবজি। রাজ্যের বাজারে শাক সবজির দাম আকাশ ছুচ্ছে দিনদিন। বিষেশত আলু পিঁয়াজ শাক সবজির আদা রসুনের এতটাই দাম বেড়েছে যে মধ্যবিত্ত পকেটে টান পড়ছে। হেশেল সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
সোমবার শিলিগুড়ি বাজারে আলু বিকোচ্ছে কেজি প্রতি ৪০ টাকা।, পেঁয়াজ ৫৫ থেকে ৬০ কেজি, ফুলকপি ৬০, বাঁধাকপি ৬০,টমেটো ৮০,কাঁচালঙ্কা ৮০।নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারি। রাজ্যের বাজার গুলিতে নজর রাখার জন্য ট্রাস্টফোর্স গঠন করা হয়েছে। সোমবার শিলিগুড়ি বিধান মার্কেটে আচমকা হানা দেয় ট্রাস্টফোর্স।
ট্রাস্টফোর্স হানা দেয়। আধিকারিকরা চলে গেলে যেই কি সেই। ক্রেতাদের আভিযোগ ট্রাস্টফোর্স আধিকারিক চলে গেলেই সবজি বাজারের মূল্য আবারও বেড়ে যায়।যদিও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।