
ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্যে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। সেই আবহে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করলেন, আমরা প্রত্যর্পণের জন্যে চিঠি দিয়েছি। ভারত যদি হাসিনাকে না ফেরায় তবে তা প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘনের সামিল।
গত অগাস্ট মাসে বাংলাদেশে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই আছেন। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করলে অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নেবে, তা স্থির করবে বিদেশ মন্ত্রক।’ এছাড়াও তিনি বলেছেন, ‘ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমাদের যা করণীয় করছি।’
অন্যদিকে, এবিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাই কমিশনার মহেশ সাচদেব বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রত্যর্পণের আর্জির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। সেক্ষেত্রে হাসিনা এই আশঙ্কার কথা বলতে পারেন, দেশে ফিরলে তাঁর প্রাণসংশয় হতে পারে। কিংবা অবিচারেরও শিকার হতে পারেন।