
ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদন বাজেয়াপ্তের নির্দেশ দিল ঢাকার আদালত। শুধু হাসিনা নন, তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশত্যাগ করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। তাঁকে বিচারের মুখোমুখি করানোর জন্য ফেরত চেয়ে ভারতের কাছে আবেদন করেছে ঢাকা। তার মাঝে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের জমি ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক।
জয় ও পুতুলের নামে ধানমন্ডি আবাসিক এলাকার ১৬ কাঠা জমি রয়েছে। সেই সঙ্গে ‘সুধা সদন’ ও ধানমন্ডি আবাসিক এলাকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রকের লে আউট প্ল্যানের ০.২৬৪০ একর জমিতে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি শেখ হাসিনার বোন শেখ রেহানার নামে থাকা গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়নের দুটি দলিলে ৯.৬০ শতাংশ জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক। টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে থাকা গুলশানের ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।