
ওঙ্কার বাংলা ডেস্ক: গত ৫ আগস্ট তিনি দেশ ছেড়েছেন। বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসনে থাকাকালীন সময়ে তিনি বিজয় দিবসে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেন। কিন্তু এবারে তাঁর দলের কর্মীরা বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। সেই সঙ্গে দেখা গেল সাভারে অন্য ছবি। সেখানে জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্প স্তবক দিলেন আওয়ামি লিগের কর্মীরা। সবুজ পাতায় মোড়া রক্তগোলাপের স্তবক দিয়ে তাঁরা শহীদদের শ্রদ্ধা জানান।
সোমবার সকালে বেশ কয়েকজন আওয়ামি লিগের কর্মী ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান। সেখানে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু সমর্থক পুলিশের উপস্থিতিতে তাদের প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে এদিন বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তবে নিজের বক্তৃতায় একবারের জন্য শেখ মুজিবের নাম নেননি তিনি। শুধু তাই নয় পাকিস্তানের বিরুদ্ধেও কোনও শব্দ উচ্চারণ করেননি বর্তমান সরকারের প্রধান।
সোমবার বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিলেন। এদিন প্রধানমন্ত্রীর সেই কথার বিরোধিতা করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ‘বিজয় দিবস’ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী ফেসবুকে লেখেন, ‘আজ, বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাঁদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে।’ আসিফ নজরুল মোদীর বার্তার প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’