
ওঙ্কার ডেস্ক: গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছেন সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়েন তিনি। তাঁর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়ে ঢাকার তরফে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কূটনৈতিক সেই চিঠির জবাব এখনও ভারতের তরফে দেওয়া হয়নি বলে জানাল বাংলাদেশ।
বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে বাংলাদেশ যে চিঠি পাঠিয়েছিল, সেই চিঠির জবাব এখনো দেয়নি ভারত। তিনি বলেন, ‘আমরা ভারতের কাছ থেকে কোনো উত্তর পাইনি।’
উল্লেখ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি পাঠানো হয়। সেই চিঠি পাঠানোর পর ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। নয়াদিল্লির তরফে কী জবাব দেওয়া হয়, তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত থেকে তিনি আওয়ামী লীগের দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে বেশ কয়েকবার অনলাইন মাধ্যমে ভাষণ দিয়েছেন। যা নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত থেকে শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশের জন্য বিপজ্জনক। সেই আবহে হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে এখনও ভারতের তরফে কোনও কূটনৈতিক জবাব না দেওয়ায় অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে ঢাকার জন্য।