
সুকান্ত চট্টোপাধ্যায়, বারাসত : নিউটাউনের রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিনের আবেদন করতে বারাসাত আদালতে বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী।
৭ জুন নিউটাউনের এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগ হলেও কোনও কাজ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক। হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার আদালতে উঠবে সেই মামলা। তার আগেই বৃহস্পতিবার সকাল 11 টার সময় বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী।