
পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট এক সৌরঝড়। এমনটাই দাবি করলেন, ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ওরফে NOAA। তাঁরা সতর্কও করে বলেছেন সূর্যের পরিমণ্ডলে একটি ফাটল দেখতে পাওয়া গিয়েছে। সেই ফাটল পথেই পৃথিবীর পথে ধেয়ে আসতে পারে প্রবল বেগে সৌরবায়ু। সৌরবায়ুর প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে। তবে সৌর ঝড়ে মানুষের স্বাস্থ্যের উপর খুব একটা প্রভাব পড়বে না। তবে সৌরঝড়ের কারণে রেডিও ও জিপিএস সিগন্যাল বিঘ্নিত হতে পারে। পাশাপাশি প্রভাব পড়তে পারে ইন্টারনেট ব্যবস্থাতেও।