
স্পোর্টস ডেস্ক :আরজিকর ঘটনার প্রতিবাদ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে ঠিক ছিল স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের প্রশিক্ষণ দীক্ষামঞ্জুরি থেকে তিনি পদযাত্রায় সামিল হবেন। কিন্তু সৌরভ যেহেতু জেড প্লাস ক্যাটাগরি সেই কারণে পুলিশ অনুমতি দেয়নি তাকে। তবে ডোনাদের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করলেন। সঙ্গে ছিল কন্যা সানা।এদিন দীক্ষামঞ্জরী থেকে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত যায় মিছিল। আবার ফিরে আসে দীক্ষামঞ্জরীতে। বৃষ্টি হলেও বৃষ্টি মাথায় নিয়েই পদযাত্রায় যোগ দেয় নৃত্যশিল্পীরা। বৃষ্টির মধ্যেই হাঁটলেন ডোনা আর তার মেয়ে সানা । ডোনা বলেন, ‘আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে। নিরাপদ সমাজ গড়ে তোলার দায়িত্ব আমাদের। দোষীদের দ্রুত শাস্তি চাই।’ সানা বলেন, এভাবে কতদিন চলবে জানি না । ২০২৪ সালে দাঁড়িয়ে মেয়েদের প্রতি এই অত্যাচার মেনে নেওয়া যায় না। দোষীরা তাড়াতাড়ি শাস্তি পাক। এই ঘটনা ভবিষ্যতে না হয় এই দাবি।’ এদিন মিছিলে অংশগ্রহণকারী সকলে কালো পোশাক পরেছিল। সৌরভ কিছুদিন আগে আরজিকরকে বিচ্ছিন্ন ঘটনা বলেন সেটা নিয়ে বিতর্ক কম হয়নি।