
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৭ দিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে পয়লা ফেব্রুয়ারি ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেদিন তার দ্রুত ইসিজি করিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিল মাইলড স্ট্রোক হয়েছিল তার। চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। হাসপাতাল সূত্রে খবর মহারাজের মায়ের স্টেন্ট বসানো হতে পারে। তবে তার আগে রবিবার হাসপাতাল থেকে সৌরভের মাকে ছেড়ে দেওয়া হয়। এখন চিকিৎসকদের নির্দেশ মেনে তাকে বিশ্রামে থাকতে হবে। আগামী সপ্তাহে ফের চেক আপ হবে। তখন সস্টেন্ট বসানো দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শনিবার হাসপাতালেই নিরুপা দেবীর জন্মদিন পালন হয়। চিকিৎসক এবং হাসপাতালে কর্মীদের উপস্থিতিতেই বেডে বসে কেক কাটেন মহারাজের মা। নিজের হাতে মাকে কেক খাইয়ে দেন সৌরভ। রবিবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ায় আপাতত স্বস্তির নিশ্বাস ফেলল গঙ্গোপাধ্যায় পরিবার।