
স্পোর্টস ডেস্ক : ইডেনে ম্যাচ আর সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতায় থাকলে ইডেনে আসবেন না সেটা হয় না। এদিনও ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ দেখতে এলেন। কিছুক্ষণ দেখেই বেরিয়ে গেলেন। আর সাংবাদিকদের ভারতীয় দল আর বিশ্বকাপ নিয়ে জানালেন,’এখনও অনেক দেরী আছে। সবে লিগ পর্ব চলছে। আগে ভারত সেমিফাইনালে উঠুক। নক আউট স্টেজ সম্পূর্ণ আলাদা। আমার মনে হয় অস্ট্রেলিয়া ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে।’ বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। কবে দলে ফিরবেন জানা নেই। তাতে টিম ইন্ডিয়ার ওপর খুব বেশি প্রভাব পড়বে না বলেই দাবি প্রাক্তন অধিনায়কের। সৌরভ বলেন, ‘ভারত দারুণ খেলছে। হার্দিক দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে ভারতের আরও অনেক প্লেয়ার আছে।’ ইংল্যান্ডের পারফরম্যান্সে হতাশ মহারাজ। বিশ্বকাপের শুরুতে সম্ভাব্য সেমিফাইনালিস্টদের মধ্যে বাটলারদের রেখেছিলেন সৌরভ। কিন্তু এতটা জঘন্য খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা ভাবতে পারেননি। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘ইংল্যান্ড এতটা বাজে খেলবে ভাবিনি। কিন্তু স্পোর্টসে এরকম হতেই পারে।’ ৬৫ হাজারের ইডেনে এদিন মাত্র ১৫ হাজার দর্শক। পরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে আরও সমর্থকের আশায় প্রাক্তন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, ‘আজ আরও লোক হতে পারত। পাকিস্তান ম্যাচে আরও ভিড় হবে। ভারতের ম্যাচে তো হবেই।’ ডাচদের বিরুদ্ধেও ল্যাজেগোবরে বাংলাদেশ। দল নির্বাচনই কি কাল? সরাসরি বা বললেও হাবেভাবে সৌরভ বুঝিয়ে দেন তামিম ইকবালের দলে থাকা উচিত ছিল। তিনি বলেন, ‘কেন তামিম নেই? ওকে কেন দলে রাখা হয়নি আমি জানি না। কিন্তু একজনের ওপর নির্ভর করে না।’