
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : কুসংস্কারে বশীভূত হয়ে সাপের কামড়ে মৃত্যু এক মহিলার। মৃতার নাম সইদা শেখ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জে। দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে সাপে কামড়ায় সইদাকে। পরিবারের সদস্যরা বিষয়টা জানার পর তাঁকে হাসপাতালে না এনে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে প্রায় ঘণ্টা দেড়েক ঝাড়ফুঁক করেও কোন লাভ হয়নি। গাছ, গাছালি বেটে রস খাইয়েও সইদার শারীরিক উন্নতি তো হয়নি বরং অবস্থা খারাপ হতে থাকে । এরপর পরিস্থিতি বেগতিক বুঝে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন ঐ ওঝা। কিন্তু পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় সইদার। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ডক্টর সমেন্দ্রনাথ রায় সতর্ক করেন সাপে কামড়ালে ওঝার কাছে না নিয়ে গিয়ে হাসপাতালে দ্রুত আনতে হবে। ঘটনায় পরিবারের সদস্যরা শোকাগ্রস্ত।