
বাবলু প্রামানিক, জয়নগর : পিয়ালী নদীতে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার করতে হয় গ্রামবাসীদের। ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে মুক্তি পেতে ব্রীজ তৈরীর দাবি এলাকাবাসীর। পিয়ালী নদীর একদিকে রয়েছে কুলতলির মেরীগঞ্জ ১ পঞ্চায়েতের আমতলী গ্রাম।অপর দিকে রয়েছে জয়নগর থানার ঢোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রাম। খেয়া পারাপারের জন্য নদী বক্ষে রয়েছে দাঁড় হীন একটি নৌকা।নদীর দুই তীর রয়েছে দড়ি বাঁধা। সেই দড়ি টেনে প্রতিদিনই চলে ঝুঁকির পারাপার।বর্ষাকালে পা পিছলে প্রায়শই দুর্ঘটনা ঘটে।স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিদিনই তিন থেকে চারশ মানুষ যাতায়াত করেন । এমনকি প্রসুতি মায়েদের নিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ খেয়াতে।দীর্ঘ ৭০ বছর অধিক সময় ধরে এমনটাই চলে আসছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ।স্থানীয় পঞ্চায়েত কে সমস্যার কথা একাধিকবার জানানো হয়েছে।কোন সুরাহা হয়নি।
গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য পিয়ালী নদীর উপর একটি কংক্রীটের ব্রীজ কিংবা কাঠের সাঁকো তৈরর দাবি করেছেন এলাকাবাসীরা।