
গোপাল শীল,নামখানা : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে হাজার হাজার মৎস্যজীবীরা মাছ না ধরেই বাড়ি ফিরছে। পরিবারের হাতে কিছু তুলে না দেওয়ার দুঃখ যেন তাড়া করছে তাদের।
করোনার পর থেকে মৎস্যজীবীদের ভাগ্যে জুটছে না ইলিশ থেকে আরম্ভ করে অন্যান্য মাছ। কারন তারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বেশিরভাগ সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ফিরে আসছে।
ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার ফলে ভারী বর্ষণ, ঝোড়ো হাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে,সপ্তমীর দিন থেকেই শুরু শুরু হয়েছে নামখানা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি। সেইমতো আজও আকাশ মেঘাচ্ছন্ন। প্রশাসনের নির্দেশ মেনে হাজার হাজার মৎস্যজীবী নামখানা হাতা নিয়া,দোয়া নিয়া নদীর কুলে ফিরে এসেছেন।
উল্লেখ্য, জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বহু মৎস্যজীবী ইতিমধ্যে ট্রলার ডুবে প্রাণ হারিয়েছে, কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ এলাকার শতাধিক মৎস্যজীবী এখনো নিখোঁজ।তা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়ে ফিরতে হচ্ছে বারবার। , মৎস্যজীবীর কার্ড থাকলেও সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বলে দাবি মৎস্যজীবীদের।
কোন কোন মৎস্যজীবীর অভিযোগ আবহাওয়া দপ্তরে সতর্কবার্তা থাকলেও মাছের আশায় গভীর সমুদ্র থেকে ফিরতে চাইছে না ট্রলারের মাঝিরা। তাদের রীতিমত জোর করে বাড়ি ফেরানো হচ্ছে। এই অবস্থায় মৎস্যজীবীদের পরিবার পড়েছে মহা সমস্যায়।