
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: শতাধিক মহিলা এবং পুরুষ ৪০০ মিটার রাস্তার দাবিতে কাদার মধ্যে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের বরদাপুরে । উল্লেখ্য রাস্তার একপ্রান্তে কংক্রিট ঢালাই অপরপ্রান্তে ইটের রাস্তা আর মাঝখানে প্রায় ৪০০ মিটার মাটির রাস্তা । বর্ষাকালে কোথাও এক হাঁটু জল কাদা । এলাকাবাসীর অভিযোগ বারবার পঞ্চায়েত প্রধান কে জানিয়েও কোন কাজ হয়নি । এলাকায় একটিমাত্র নলকূপ সেটিও খারাপ । মাঝেমধ্যে জল পরলেও তাও পোকা এবং দুর্গন্ধ পানীয় জলের অযোগ্য। তাই বহু দূর থেকে জল আনতে হয় এই কাদার মধ্য দিয়ে । দিনের পর দিন সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের ।তবে এই বিষয়ে শাসকদলের পঞ্চায়েত প্রধান ও ওই এলাকার পঞ্চায়েত সদস্য জানান তারা মানুষের অসুবিধার কথা জেনে প্ল্যান এস্টিমেট তৈরি করে ফেলেছে অল্প দিনের মধ্যে কাজ হবে,তারা সর্বদা মানুষের পাশে আছে। ভোট আসে ভোট যায় বহুবার প্রতিশ্রুতি মিলেছে । এবার কি সত্যি সত্যি প্রতিশ্রুতি রক্ষা করবে প্রশাসন এটাই এখন দেখার।