
গোপাল শীল, দক্ষিণ 24 পরগনা: মৌসুমি অক্ষরেখার সঙ্গে অমাবস্যার কটালের ত্রিফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী। বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু নদীর প্রবল জলোচ্ছ্বাস সুন্দরবন জুড়ে । বাঁধ উপচে জল ঢোকার আশঙ্কা সুন্দরবনে । সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ নামখানা ব্লকের ফেজারগঞ্জ কোষ্টাল থানার বালিয়াড়ার ভয়াবহ অবস্থা। অমাবস্যার কোটালের জেরে উত্তাল বঙ্গোপসাগর । গত কোটালে এই এলাকায় বঙ্গোপসাগরের জল বাঁধ উপচে লোকালয়ে ঢুকে এলাকা জলমগ্ন হয়েছিল। এই মুহূর্তে বালিয়াড়াতে সমুদ্রবাঁধ তীরবর্তী এলাকার দুর্বিষহ অবস্থা। একদিকে সমুদ্র বাঁধের দুরাবস্থা, অন্যদিকে ফুলে ফেঁপে উঠেছে সমুদ্র। সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বাঁধের গোড়ায়। আবারো নতুন করে বাঁধ ভাঙ্গনের আতঙ্ক তৈরি হয়েছে এলাকাজুড়ে। পাশাপাশি সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপে থাকা হোম স্টে কটেজ গুলিও ভাঙানোর মুখে। রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের , আতঙ্কিত সুন্দরবনবাসী।