
গোপাল শীল ও বাবলু প্রামানিক,দক্ষিণ ২৪ পরগনা : ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছেন বিজেপির অসংখ্য কর্মী। ঘরছাড়া হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, বাসন্তী, ডায়মন্ড হারবার ,কুলতলী এলাকার বিজেপি কর্মীরা। তারা বর্তমানে আশ্রয় নিয়েছেন বিজেপির জেলা অফিস গুলিতে। ইতিমধ্যেই আক্রান্ত কর্মীদের স্বচক্ষে দেখতে বিজেপির পাঁচ কমিটির কেন্দ্রীয় টিম বাংলায় এসেছে। এদিন তারা বারুইপুরে এলে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সরদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে কেন্দ্রীয় নেতৃত্বে রাস্তা আটকায় বিজেপি কর্মী সমর্থকরা । সেখান থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সঙ্গে কথা বলেন তারা। পাঁচ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল। কেন্দ্রীয় প্রতিনিধিরা ঘরছাড়া কর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি সহ একাধিক বিষয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেন।