
গোপাল শীল, ডায়মন্ড হারবারঃ রমরমিয়ে চলছে নকল মোবিলের ব্যাবসা। সূত্রের খবর, এলাকার এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নামী কোম্পানির স্টিকার লাগিয়ে নকল পেট্রোলিয়াজাত দ্রব্য বিক্রি করছিলো। অভিযোগ দায়ের হয় স্থানীয় ডায়মন্ড হারবার থানায়। পুলিশ অভিযুক্তের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার নকল মোবিল উদ্ধার করে। পাশাপশি দোকানের মালিককেও গ্রেপ্তার করে।
অভিযোগ কারী সংস্থার ম্যানেজার বুদ্ধদেব বিশ্বাস। বলেন তাঁদের কাছে, দীর্ঘ সময় ধরে অভিযোগ আসছিল। তার প্রমাণ ও পেয়েছেন তাঁরা। তাঁদের কোম্পানির স্টিকার লাগিয়ে, মোবিল বিক্রী করছিল একটি দোকান। নকল পেট্রোলিয়াজাত কান্ডে আরও কেউ জড়িত কিনা, তা জানতে, তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ভিন রাজ্যের সঙ্গে ও যোগ থাকতে পারে বলে সূত্রের খবর।