
বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : লোকসভা ভোটের ডঙ্কা বেজে গেছে। জেলায় জেলায় জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসকদল। পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। এদিকে ভোট যত কাছে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ-প্রতি আক্রমণ।
এই আবহে বৃহস্পতিবার সোনারপুরের চাঁদমারি মাঠে অতুল কৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে তৃণমূলের কর্মীসভার আয়োজন করা হয়। সোনারপুরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়। যা ব্রিগেডের আগে প্রস্তুতি সভা বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ উঠছে, স্কুল বন্ধ রেখেই এই সভা করা হচ্ছে। ফলে, প্রভাব পড়ছে পড়ুয়াদের পঠনপাঠনে। এ প্রসঙ্গে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিষয়টি ধিক্কারজনক। কিছুদিন আগেই নরেন্দ্রপুরের এক স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছে। এই রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল’। দাম্ভিকতা থেকেই তৃণমূলের এই ধরনের আচরণ বলে অভিযোগ তাঁর।
পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, শেখ শাজাহানদের প্রতি যে দরদ সেই দরদ যদি স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতি রাজ্য সরকার দেখাতো, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হতো।
যাদবপুরের বিজেপি প্রার্থী মাঠে নেমেই ভয় পেয়ে গিয়েছেন বলে পাল্টা কটাক্ষ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্রর।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মনামি নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই কাজ শেষ হবে এবং শুক্রবার থেকই ফের স্কুল যথা সময় খুলবে বলেও জানান তিনি।