
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনাঃ টোটোতে চার্জ দিয়ে গিয়ে বিদ্যুৎ’র ছোবলে প্রাণ গেল চালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি অরুন বেড়িয়া গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
টোটো চালিয়ে, সংসার চলাত জগাই হালদার। আর পাঁচ দিনের মতই শুক্রবার সারাদিন টোটো চালিয়ে ছিল সে। সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে। কারণ টোটো চার্জ নেই। এদিকে নিম্নচাপের প্রভাবে খুব বৃষ্টি। রাতে তাই টোটোর ব্যটারিতে চার্জে দেয়নি জগাই। শনিবার সকালে টোটোর ব্যটারি চার্য এ বসাতেই ঘটে যায় অঘটন। বেলপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বছর ৩২ এর জগাই হালদার কে।
কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। ঘটনা টি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি অরুন বেড়িয়া গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।