
শঙ্কু কর্মকার,দক্ষিন দিনাজপুরঃ হিলি সীমান্ত দিয়ে গরু পাচার করতে গিয়ে ড্রেনের মধ্যে আটকা পড়লো একটি ভিনরাজ্যের গরু। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে ভিনরাজ্য থেকে পাচার হচ্ছে গরু সেই নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
শীতের মরশুম। সন্ধ্যা নেমে আসে ঝুপ করে। তার ওপর কুয়াশা। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সক্রিয় গরু পাচারকারীরা। ফের বাংলাদেশে গরু পাচারের জন্য সক্রিয় হয়ে উঠেছে। দক্ষিণ দিনাজপুরের অনেকটা অংশ জুড়ে বাংলাদেশ সীমান্ত। শুক্রবার সকালে হিলি সীমান্ত এলাকার ত্রিমোহিনী হাই স্কুলের পিছনে একটি সাদা রং’র গরুকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ভিন রাজ্যের এই গরু, বোল্ডার গরু হিসাবে পরিচিত। স্থানীয় দেবদুলাল মোহন্তের দাবি, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে অন্যান্য গরুর সাথে এই গরুটিও বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল পাচারকারীরা। কিন্তু অসাবধানতার কারণে বিশাল আকারের এই সাদা রঙের গরুটি ড্রেনের মধ্যে আটকে যায়। ফলে বাধ্য হয়ে সেটিকে ফেলে পালাতে বাধ্য হয় পাচারকারীর দল।
স্থানীয় সুজন ঘোষ বলেন, সীমান্তে বিসএফের কড়া পাহারা থাকা সত্ত্বেও কি ভাবে নির্দ্বিধায় চলছে গরু পাচার! প্রশাসন ভূমিকা প্রশ্ন তোলেন সুজন। সীমান্তের এই সক্রিয় গোরু পাচার কাণ্ডে ভিনরাজ্যের কোনো বড়ো চক্রের মদত ও আছে কিনা তার তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ।