
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের সাথে সম্পর্কের চাপানউতোরের জেরে দুবাইতেই সব ম্যাচ খেলছে ভারত। সেই নিয়ে ভারতকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। চোটের কারণে কামিন্স নেই চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলীয় দলে। অধিনায়কত্ব করছেন স্টিভ স্মিথ। কামিন্স বলেন, ‘একই ভেন্যুতে দুবাইতে খেলার সুযোগ পাওয়াটা ভারতের জন্য বিরাট সুবিধার। ভারত বাদ দিলে অন্য দলগুলিকে একাধিক ভেন্যুতে খেলতে হচ্ছে। ভারতই একমাত্র দল একটি মাঠেই গোটা টুর্নামেন্টের সব ম্যাচ খেলতে হচ্ছে। ফলে আলাদাভাবে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে না ভারতকে।’ ভারত পাকিস্তানের সম্পর্কের জেরে একসময় মনে হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো হবে না। এই নিয়ে তিনি বলেন, সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত যে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এতে আমি খুশি। কিন্তু এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে ভারত এই প্রতিযোগিতায় অতিরিক্ত সুবিধা পাচ্ছে। একই মাঠে খেলাটা যে কোনও দলের কাছেই প্লাস পয়েন্ট। এমনিতেই ভারত খুবই শক্তিশালী একটি দল, সেই সঙ্গে তাদের মাঠ ও পরিবর্তন করতে হচ্ছে না। এটাই ভারতীয় দলকে বাকিদের থেকে এগিয়ে দিচ্ছে।’