
ওঙ্কার বাংলা: ‘উই ওয়ান্ট জাস্টিস, দফা এক দাবি এক ক্লাব কর্তাদের পদত্যাগ’ স্লোগানে সরব হয়ে এবার মহমেডান ক্লাবের সামনে বিক্ষোভে সামিল সমর্থকরা। ফুটবলারদের বকেয়া বেতন থেকে শুরু করে, দ্রুত শেয়ার হস্তান্তর বিষয়ে সরব হয়ে এদিন ক্লাবের বাইরে কিছু সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেল। ক্লাবকর্তা কামারুদ্দিন, থেকে সচিব ইস্তেয়াক রাজু, ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববির পদত্যাগের দাবিতে সমর্থকরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ ৪ বছর ধরে শেয়ার ট্রান্সফার করতে পারলো না।আজ করছি কাল করছি আই ওয়াশ করছে খালি, যার জেরে বাকি পড়ে যাচ্ছে খেলোয়াড়দের বেতন এবং বারবার বিক্ষোভে ফেটে পড়ছে তারা। ভালো ইনভেস্টর দরকার খুব শীঘ্রই। প্রয়োজনে আমরা যাব ক্রীড়ামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে যাব। ক্লাব নিয়ে ছেলেখেলা মানব না।
এদিন মহামেডান কর্তা কামারুদ্দিন ওঙ্কার বাংলাকে জানান,’ সবকিছুই আলোচনার মধ্যে আছে। এবারে আমাদের প্রথমবার আইএসএলে তাই একটু অসুবিধা হচ্ছে। সমস্ত বিষয়গুলো বুঝতে আমাদের সময় লাগছে। তবে তিনি এও দাবি করেন বিক্ষোভ যারা করলেন তারা সবাই সমর্থক কিনা তা নিয়ে সন্দেহ আছে, অন্য কারোর প্রভাবে এসব হচ্ছে বলে মনে হয়।