
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ উত্তরাখণ্ডে জাতীয় গেমসে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে। বাংলাকে প্রথম সোনা জেতালেন সাঁতারু সৌবৃতি মণ্ডল। এই নিয়ে তৃতীয়বার জাতীয় গেমসে অংশ নিয়েছেন সৌবৃতি। প্রথমবার জিতেছিলেন ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ। দ্বিতীয়বার ২০২৩ সালে গোয়ায় জিতেছিলেন ২টি রুপো, ২টি ব্রোঞ্জ। এবার নিজের প্রথম ইভেন্টেই সোনা দিয়ে অভিযান শুরু করলেন। সালকিয়ার মেয়ে হয়েও বাংলায় উপযুক্ত পরিকাঠামো না থাকায় বাইরে অনুশীলন করেন তিনি। ওঙ্কার বাংলাকে তিনি ফোনে জানালেন, ‘সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়ার সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে সব ব্যাকস্ট্রোক ইভেন্টে নিজের সেরা পারফরম্যান্স করে সোনা জিতি। কিন্তু তখন সেই খবর সংবাদমাধ্যমে আসেনি পাইনি কোন পুরস্কারও তবে তাতে কষ্ট পাইনি, আমি নিজের কাজ করে গেছি।’
তিনি আরও বলেন, ‘বাংলায় সাঁতারের পরিকাঠামো খুব খারাপ। সে কারণে বাংলার সাঁতারুদের ভিনরাজ্যে যেতে হচ্ছে। আমিও ২০১৭ সাল থেকে দিল্লিতে দেশের অন্যতম সেরা কোচ পার্থপ্রতিম মজুমদারের কাছে প্রশিক্ষণ নিচ্ছি। পশ্চিমবঙ্গে পুকুর ছাড়া সাঁতার কাটার উপায় নেই। ঠান্ডার সময় প্র্যাকটিস করা যায় না। দিল্লিতে সারা বছর অনুশীলন করতে পারি। জিম আছে। অত্যাধুনিক পুল রয়েছে। সে সব না থাকায় সাঁতারে বাংলা এতটা পিছিয়ে।’