
ওঙ্কার ডেস্কঃ রঞ্জিতে লজ্জার হার বাংলার। হরিয়ানার বিরুদ্ধে ২৮৩ রানে হারল বাংলা। একইসঙ্গে এই মরসুমের রঞ্জি ট্রফি থেকে ছিটকে গেলো বঙ্গ ব্রিগেড। প্রথম ইনিংসে হরিয়ানার ১৫৭ রানের জবাবে বাংলা দল মাত্র ১২৫ রানেই শেষ হয়। জবাবে হরিয়ানা দ্বিতীয় ইনিংসে তোলে ৩৩৬। ৪০৮ রানের লক্ষ তাড়া করতে নেমে একটা গোটা সেশনও ব্যাট করতে পারলো না বাংলা। ৮৫ রানেই শেষ হল বাংলার ইনিংস। তরুণ ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায়ের ২১ আর ঋদ্ধিমান সাহার ২৫ রান ছাড়া কেউ ছাপ ফেলতে পারেনি তেমন।
এবারেও এলো না রঞ্জি ট্রফি। নকআউটেও গেলো না দল। ১৯৮৯-৯০ এ শেষবার রঞ্জি জিতেছিল বাংলা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বাংলার টিম নির্বাচন নিয়ে। বাংলার দলে এখন অনেক ক্রিকেটারই ভিন রাজ্যের কিন্তু তাতেও কোনও বিশেষ পার্থক্য তৈরি হচ্ছে না ফলাফলে।বাংলার ক্রীড়ামহলের দাবি যদি ভিন রাজ্যের ক্রিকেটারদের নিয়ে কোনও লাভ হচ্ছে না তাহলে বাংলার ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হোক।