
ওঙ্কার ডেস্ক: ৮ বছর পরে সন্তোষ ট্রফি এসেছে বাংলার ঘরে। ময়দানের ক্লাব থেকে বিভিন্ন সামাজিক সংগঠন বাংলার এই সাফল্যকে স্বীকৃতি ও সম্মাননা জানিয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসও বাংলা দলের সদস্যদের সঙ্গে চা চক্রে মিলিত হলেন। রাজভবনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আইএফএ পদাধিকারীরাও। এই অনুষ্ঠানে রাজ্যপাল সফল ফুটবলারদের হাতে আর্থিক পুরস্কার এবং ব্যক্তিগত পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন বাংলা দলের কোচ সঞ্জয় সেন সহ বাকি খেলোয়াড়রা। তাছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি । এদিন রাজ্যপাল বলেন,’বাংলার ছেলেদের অনেক অভিনন্দন। সন্তোষ ট্রফি একটা প্রাচীন টুর্নামেন্ট সেটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওদের কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’