
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: বড় বিপদের হাত থেকে বাঁচলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বর্ধমানে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন মহারাজ। সেখানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময়ে সিঙ্গুরের কাছে সৌরভের গাড়িকে আচমকাই চাপতে থাকে দ্রুতগতিতে যাওয়া একটি লরি। গা ঘেঁষাঘেষি করে যাচ্ছিল লরি। সৌরভের গাড়ির চালক নিয়ন্ত্রণ আনতে ব্রেক কষেন। হঠাৎ ব্রেক কষায় পিছনে থাকা কনভয়ের গাড়িগুলো পরপর ধাক্কা মারে সৌরভের গাড়িতে। সৌরভের দামি কালো রেঞ্জ রোভার গাড়ি হওয়ায় তার গাড়ির এবং তার কিছু হয়নি ।বাকি কনভয় গুলোর ক্ষতি হয়। এরপর গাড়ি থেকে নেমে সৌরভ কিছুক্ষণ অপেক্ষা করে তারপর অনুষ্ঠানে যান।বিপদের মুখে পড়ে বেশ চিন্তিতই লাগে সৌরভকে। তবে তিনি ভালো আছেন। শুক্রবার দুপুরে কলকাতার এক পাঁচতারা হোটেলে মহারাজ তার নতুন ব্র্যান্ড ভুয়ার সঙ্গে যুক্ত হবেন।